বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পাকিস্তান সরকার

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে পাকিস্তানের বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন বাবরদের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। পাকিস্তানের বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এলো আনুষ্ঠানিক বিবৃতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিকেট দল ভারতে যাবে কিনা সেটার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

ভারত-পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি চলছে অনেক দিন ধরেই। তবে এবারের জটিলতা শুরু হয় পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে ভারতের আপত্তির মধ্য দিয়ে। ভারত পাকিস্তানে খেলতে না এলে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পিসিবি। পরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি হলো, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। পাকিস্তানে খেলতে না আসার যে নীতি ভারত দেখিয়েছে তা হতাশাজনক। পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা থেকে শুরু করে বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি ও খতিয়ে দেখছি। আমাদের মতামত আমরা যথাসময়ে পিসিবিকে জানিয়ে দেব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.