শাহজালাল বিমানবন্দরে ইয়াবা, বৈদেশিক মুদ্রাসহ দুই নারী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা, বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার রাতে বিমানবন্দরে কর্মরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) তাঁদের আটক করে। আটক দুই নারী হলেন সোনিয়া আক্তার ও রোকেয়া বেগম।

এভসেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী ইউএস-বাংলা বিএস-৩৪৫ ফ্লাইটের যাত্রী ছিলেন ওই দুই নারী। ফ্লাইটটির যাত্রীদের ব্যাগ স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরে কর্মরত অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা একটি ব্যাগে ইয়াবার মতো দেখতে দ্রব্যের উপস্থিতি পান। পরে তল্লাশি করে ৩৫ প্যাকেট (৬ হাজার ৭০০টি) ইয়াবা বড়ি ও ২৩ হাজার দিরহাম (৭ লাখ ১৩ হাজার টাকা) বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

এ ঘটনায় ব্যাগের মালিক সোনিয়া আক্তার ও তাঁর সঙ্গে থাকা রোকেয়া বেগমকে আটক করে এভসেক। পরে তাঁদের বিমানবন্দর নারকোটিকস সংস্থার কাছে হস্তান্তর করা হয়। নারকোটিকস সংস্থা তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ ছাড়া জব্দ করা বৈদেশিক মুদ্রা বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে পরবর্তী ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.