ইরানে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর: আইএইচআর

ইরানে চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের বেশিরভাগই মাদক সংক্রান্ত অভিযোগে। সোমবার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

আইএইচআর বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি। ২০২২ সালের একই সময়কালে ২৬১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সে হিসেবে চলতি বছরের প্রথম ৬ মাসে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভের প্রেক্ষিতে সমাজে ভীতি ছড়াতে দেশটিতে মৃত্যুদণ্ড বাড়ানো হয়েছে।

মাসা আমিনি গত বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান। দেশটির কঠোর হিজাবনীতি না মানার অভিযোগে এর তিন দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মাসা আমিনির মৃত্যুতে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে চলা বিক্ষোভে কয়েকশ ব্যক্তি নিহত হন। এ ছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এ বছরের প্রথম ছয় মাসে মাদকসংক্রান্ত অভিযোগে ২০৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত বছরের একই সময়ের তুলনায় তা ১২৬ শতাংশ বেশি।

ইরান হিউম্যান রাইটসের তথ্যমতে, ৬ মাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ছিলেন। এ ছাড়া দুজন পুরুষকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিক্ষোভ-সম্পর্কিত ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এ ঘটনায় গ্রেপ্তার আরও অন্তত ৭ জন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

এদিকে চলতি বছরের শুরুর দিকে ইরান হিউম্যান রাইটস জানিয়েছিল, ইরানে ২০২২ সালে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.