বিচ্ছেদের দীর্ঘদিন পর শাকিব-অপু আবার একসঙ্গে পথচলা শুরু করবেন বলে নানা গুঞ্জন চলছে। তবে কিছুদিন আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং অপু বিশ্বাস। তখন তিনি বলেন, ‘শাকিব আর আমি একটা পারিবারিক সম্পর্কে আছি।’
এবার দাম্পত্য জীবন নিয়ে নতুন তথ্য দিলেন অপু বিশ্বাস। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে সুখে দিন কাটাতে চাই।’ এ তথ্য প্রমাণ করে, তারা আবার প্রণয়ের পথে একসঙ্গে হাঁটছেন।
এর আগে ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শাকিব। সেসময় ওই আবেদন নিয়ে সালিশও বসেছিল। সেখানে শাকিব অনুপস্থিত থাকলে অপু উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই সালিশের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। এরপরই অনেকের মনে শাকিব-অপুর বিচ্ছেদ নিয়ে জেগেছে সন্দেহ।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।’
সালিশের বিষয়ে অপু বলেন, ‘এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’
প্রসঙ্গত, সিনেমায় জুটি বেঁধে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে ভালো বন্ধুত্ব। একসময় সেই বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে পরিণয়ে জড়ান দুজন। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।