ড্রোন হামলায় মস্কোতে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ

রাশিয়ার মস্কোতে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রবিবার ভোরে এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই ড্রোন হামলাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তিনটি ড্রোনের মধ্যে একটি শহরের উপকণ্ঠে ভূপাতিত করা হয়েছে। আর অপর দুটি ড্রোন ভূপাতিত হয়েছে একটি অফিস এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। রবিবার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ৩০ জুলাই সকালে কিয়েভ সরকার মস্কো শহরে চালকবিহীন বিমান দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।

মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, নগর কর্তৃপক্ষের দুটি কার্যালয় হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোন হামলার কারণে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ড্রোন হামলার কারণে একই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.