রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- নিরব (১৯), সাইদুল ইসলাম (২৭), ময়নাল (৪২), চান মিয়া ওরফে চান (১৯) ও শহিদুল ইসলাম (১৮)।
গতকাল সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।
তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ রোডের ফুটওভার ব্রিজের নিচ থেকে পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পাঁচটি চাকু, একটি এন্টি কাটার এবং নগদ ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।