বিমানবন্দরে হাজির বানর, যাবে কোন দেশে

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে যাত্রীদের ব্যস্ততা। এর মধ্যেই অনেকের চোখ পড়ল একটি বানরের দিকে। সবাই তাকিয়ে দেখেন, একটি ছোট বানর প্রবেশ করেছে টার্মিনাল ১-এ।

বানর আবার উড়োজাহাজে করে বিদেশে পাড়ি জমাবে নাকি?

আসলে এমনটি নয়। কোনোভাবে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ঢুকে পড়ে বানরটি। এরপর আর বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এরপর সেটি এদিক-সেদিক ঘুরাঘুরি করতে শুরু করে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বানরের ভিডিও।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, টার্মিনালের উপরের দিকে হাঁটছে বানর। এ সময় সেখানতার জানালার ধারে ছিল এটি।

বানরকে সাহায্য করতে মালয়েশিয়ার বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগকে জানায় কর্তৃপক্ষ। সেখানকার কর্মকর্তারা এসে বানরটি সরিয়ে নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.