দীর্ঘদিনের বৈরিতা ভুলে অবশেষে সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন।
মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উন্নত সম্পর্কের সর্বশেষ লক্ষণ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, একদিনের সফরে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে’ বিভিন্ন আলোচনা হবে।
আরব নিউজের খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন।
গত মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক ফাটলের অবসান ঘটাতে এবং সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছিল, যা উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছিল।
২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়।