প্রিগোজিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

জল্পনা-কল্পনা না কমিয়ে বরং জিইয়ে রাখলেন রুশ প্রেসিডেন্ট। ভাদিমির পুতিন গতকাল টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গ টেনে এনেছিলেন। তিনি ওই ‘দুর্ঘটনা’য় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এমনকি ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের প্রশংসা এবং একই সঙ্গে সমালোচনাও করেছেন।

কিন্তু বুধবার ওই বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোঝিন মারা গেছেন কিনা, পুতিন তা নিশ্চিত করেননি। বিবিসি অবশ্য বলছে, প্রিগোঝিন নিয়ে যেসব মন্তব্য পুতিন করেছেন, সবগুলো বাক্যে তিনি অতীত কাল ব্যবহারকরেছেন।

পুতিন যে ভাষণ দিয়েছেন, ইংরেজিতে এর একটি প্রতিলিপি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পুতিন বলেছেন, ‘মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় আমি প্রথমেই নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। এটা মর্মান্তিক। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়াগনারের কর্মীরা বিমানটিতে ছিলেন। তাই যদি হয়, আমি বলব, ইউক্রেনে নব্য-নাৎসি শাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় স্বার্থের লড়াইয়ে এসব কর্মী উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আমরা এটা জানি, আমরা এটা মনে রেখেছি, আমরা কখনোই তাদের এ অবদান ভুলব না।’

পুতিন বলেন, ‘আমি অনেক আগে থেকে প্রিগোঝিনকে চিনি। সেই নব্বইয়ের দশকের শুরু থেকে। তার ভাগ্যই খারাপ ছিল। আর তিনি জীবনে মারাত্মক কিছু ভুল করেছেন।’প্রিগোঝিন সম্পর্কে পুতিন আরও বলেন, ‘তিনি নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ, মেধাবী ব্যবসায়িক ছিলেন। তিনি কেবল আমাদের দেশেই কাজ করেননি। তিনি বিদেশেও কাজ করেছেন, বিশেষ করে আফ্রিকায়।’

পুতিন বলেন, ‘যতদূর জানি, তিনি গতকাল (বুধবার) আফ্রিকা থেকে ফিরেছিলেন। এখানে কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনি দেখা করেছেন।’বিমান দুর্ঘটনার বিষয়ে পুতিন জানান, তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু তদন্তের পুরো ফল জানতে কিছুদিন দেরি হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.