তামিলনাড়ুতে ট্রেনে আগুন, নিহত ১০

ভারতের তামিলনাড়ুতে ট্রেনে আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি।

এনডিটিভি জানায়, আজ শনিবার সকালে মাদুরাই রেলওয়ে স্টেশনে একটি স্টেশনারি ট্রেন কমপার্টমেন্টের ভেতরে আগুন লাগে। ট্রেনটি কোনো অনুষ্ঠান বা পর্যটনের জন্য ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল।

প্রাথমিক তথ্য থেকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের বগিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

প্রাইভেট পার্টি কোচটির যাত্রীরা উত্তর প্রদেশের লখনউ থেকে এসেছিলেন। গত ১৭ আগস্ট তারা লখনউ থেকে যাত্রা শুরু করেন। আগামীকাল রোববার তাদের চেন্নাই পৌঁছানো ও সেখান থেকে পরে লখনউতে ফিরে যাওয়ার কথা ছিল।

শনিবার স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে ট্রেনের বগিতে আগুন লাগে। ৩০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর সময় নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.