ইসরায়েল: দক্ষিণ লেবাননে বিমানবন্দর নির্মাণ করছে ইরান

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অভিযোগ করেছেন, তাদের ওপর আক্রমণ করতে দক্ষিণ লেবাননে বিমানবন্দর স্থাপন করেছে ইরান।

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) তিনি এ অভিযোগ করেন। এ সময় আকাশ থেকে তোলা ছবিতে ওই স্থানটি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তেল আবিবে রাইখম্যান ইউনিভার্সিটি আয়োজিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেন ইয়োভ গ্যালান্ট। টিভিতে প্রচারিত মন্তব্যে তাকে বলতে দেখা যায়, ইসরায়েলের সীমান্ত শহর মেতুলা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই স্থানে মাঝারি আকারের বিমান চলতে পারবে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণ লেবানন। তাদের বিরুদ্ধে ২০০৬ সালে যুদ্ধ করেছিল ইসরায়েল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে সেখানে নতুন করে উত্তেজনা বাড়ছে।

সূত্র: আরব নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.