লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ আগুন

লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটির একটি টার্মিনাল কার পার্কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে ভবনটি একটি উল্লেখযোগ্য অংশ ধসে পড়েছে।

গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

ধারণা করা হচ্ছে বিমানবন্দরে পার্ক করা একটি গাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের পর বিকেল পর্যন্ত লুটন বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। মূলত যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য কয়েক ঘণ্টা ফ্লাইট স্থগিত করা হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে ১৫টি দমকল বাহিনীর গাড়ি অংশ নিয়েছে।

বেডফোর্ডশায়ার ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, টার্মিনাল ২ কার পার্কিং আগুনে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রায় ১৫০০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

চার দমকলকর্মী এবং বিমানবন্দরের একজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। এ ছাড়া ঘটনাস্থলে আরেক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেডফোর্ডশায়ার পুলিশ লোকজনকে ওই এলাকায় ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে। অনেকের সাথে তাদের গাড়ি পার্কে থাকায় শত শত লোক লুটনে আটকা পড়েছে এবং তারা বাড়িতে যেতে পারছে না।

লন্ডনের লুটন বিমানবন্দর হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার এবং স্ট্যানস্টেডের পরে যুক্তরাজ্যের পঞ্চম বৃহত্তম বিমানবন্দর, ১ কোটি ৩০ লাখেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.