গাজায় বিমান হামলায় ২২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুই হলো ৭২৪ জন। নির্বিচার এসব হামলায় ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় মানুষ প্রাণ হারিয়েছেন ৩২৪ জন আহত হয়েছেন ১ হাজার মানুষ। এখন পর্যন্ত সর্বমোট নিহতের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহের শনিবার ইসরায়েলে হঠাৎ হামলা চালায় হামাস। এরপর পাল্টা প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী।

যদিও তারা দাবি করেছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে হামলায় সবচেয়ে বেশি হতাহত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে, অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে তারা। সম্ভাব্য স্থল অভিযানের আগে, গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের এমন নির্দেশনার পর কয়েক লাখ মানুষ সরে গেলেও, বেশিরভাগ ফিলিস্তিনি এখনো তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.