শাহজালালে যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছে থাকা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তি এই কাজটি করেছেন। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ভুক্তভোগী।

গতকাল রোববার (১৫ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। বিমানবন্দরের ভেতরে দুই যাত্রী এই স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ তুলে কান্নাকাটি করছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই আজিজকে কল করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

ভিডিওতে স্বর্ণ হারানো এক যুবক বলেন, ‘আমার কাছে ২৯ গ্রাম স্বর্ণ ছিল। আরও একটা চেইন মায়ের জন্য কিনেছিলাম। সাথে দুটি মোবাইল ফোনও নিয়া গ্যাছে ভাই।’

ভিডিওর আরেক অংশে আরেক যুবক বলছিলেন, ‘স্বর্ণগুলো আমার হাতেই ছিল। তাদের একজন আইসা বলতেছিল, তুই এগুলো নিয়া যাবার পারবি না। আমাগো দিয়া যা। এরপর তার হাত থেকে জোর করে স্বর্ণগুলো সেই ব্যক্তি নিয়ে যান।’

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা বিমান থেকে নামার প্রায় দুই ঘণ্টা পর একজনের লাগেজ আসে। বিষয়টি তখন সন্দেহ হয়। পরে তিনি লাগেজ পেলেও সেটি খোলা পান। এরপর সবকিছু চেক করে দেখতে পান তার আনা স্বর্ণগুলো নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.