অবশেষে খুলল রাফাহ ক্রসিং, ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়

মিশর থেকে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করেছে, মিশরীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা সূত্রে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রায় ৩ হাজার টন সাহায্য বহনকারী ২০০ টিরও বেশি ট্রাক গাজায় ঢুকার অপেক্ষায় কয়েকদিন ধরে রাফা ক্রসিংয়ের কাছে অবস্থান করেছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের একজন রিপোর্টার জানিয়েছেন তিনি ট্রাকগুলোকে গাজায় ঢুকতে দেখেছেন।

গাজার অনেকেই, দিনে একবেলা খাচ্ছেন তাছাড়া পর্যাপ্ত খাবার পানির তীব্র অভাবও রয়েছে সেখানে, গাজাবাসী এই সাহায্যের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন।

বোমা হামলায় আহত বিপুল সংখ্যক লোককে চিকিৎসা দেওয়া গাজার হাসপাতাল গুলোর জেনারেটরের জন্যও জরুরি জ্বালানির প্রয়োজন ছিল।

ইসরায়েল গাজায় হামলার এক পর্যায়ে সেখানে পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয় এবং খাবার পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়।

শত শত বিদেশি সংঘাত থেকে বাঁচতে গাজা থেকে মিশরে যাওয়ার অপেক্ষায় ছিলেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন গাজায় ইসরায়েলের যুদ্ধের ১৫ তম দিনে বেশ কয়েকটি ট্রাক রাফা ক্রসিংয়ে প্রবেশ করতে দেখায়।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সূত্রে জানাযায়, যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে ৫০০ ট্রাক প্রবেশ করত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.