ইধিকা পালের নায়ক এবার শরিফুল রাজ!

প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে নতুন এক চলচ্চিত্রে কাজ করবেন ইধিকা। যদিও পরিচালক-প্রযোজক পুরো বিষয়টি এখন পর্যন্ত গোপনই রাখতে চেয়েছেন। সিনেমার নাম কিংবা বিস্তারিত বলতেও রাজি হননি।

তবে এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়। কাজ শুরু আর হয় কয়টির? তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

এদিকে কিছু ব্যক্তিগত কাজে শীঘ্রই কলকাতা যাচ্ছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, সিনেমায় চুক্তি চূড়ান্ত করতেই রাজের ওপার বাংলায় যাওয়া। যদিও অভিনেতার দাবি, একান্তই ব্যক্তিগত ভ্রমণ এটি।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজের নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসের শেষের দিকেই।

শরিফুল রাজ সবশেষ কাজ করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.