হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে : আইডিএফ

গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাসের বলেছেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। আগুন নিয়ে খেলছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলার ঘটনা দেখতে পাচ্ছি আমরা।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর হামলা থেকে শুধু নিজেদের রক্ষা করছি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি।

তেল আবিব জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় অন্তত গত কয়েকদিনে অর্ধশত রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে গাইডেড ক্ষেপণাস্ত্রও রয়েছে।

যদিও দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এখনও কোনও নিহতের খবর পাওয়া যায়নি। তবে এভাবে চলতে থাকলে বড় ধরনের সংঘাত লেগে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

সূত্র: আল জাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.