গাজার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে ফের লিফলেট ফেলল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তর দিকে বিমান থেকে এ ধরনের নির্দেশনামূলক লিফলেট ফেলেছে ইসরায়েল।

আরবি ভাষায় লেখা এ নির্দেশনায় সতর্কতা দিয়ে বলা হয়েছে, উত্তর গাজার অঞ্চলগুলো এখন ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে; যেগুলো এখন নিরাপদ নয় এবং এখানকার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়া উচিত।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এ ধরনের সতর্কতা দিয়ে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করেন। যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গাজার মানুষ তার সতর্কতার ব্যাপারে কিছু জানতে পারেননি।

এক্সে তিনি লিখেছেন, ‘এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি জরুরি সামরিক নির্দেশনা। নিরাপত্তার জন্য; আমরা উত্তর গাজার সকল বাসিন্দাকে অস্থায়ীভাবে দক্ষিণ দিকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘প্রতিরক্ষা বাহিনীর অভিযানের লক্ষ্য হলো হামাসের হুমকি ধ্বংস করা। গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটির বাসিন্দাদের বলছি; পদক্ষেপ নেওয়ার সুযোগ ফুরিয়ে আসছে… দক্ষিণ দিকে সরে যান। এটি শুধুমাত্র একটি পূর্ব সতর্কতা নয়, এটি একটি জরুরি অনুরোধ।’

গতকাল শুক্রবার গাজার ভেতর ট্যাংক নিয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে স্থল হামলা শুরু করে তারা। এছাড়া গাজার উত্তরাঞ্চল লক্ষ্য করে অব্যাহতভাবে বিমান হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার মধ্যেই নতুন করে আবারও গাজার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলল ইসরায়েল।

সূত্র: বিবিসি, সিএনএন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.