নতুন রূপ পাবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর

নতুন রূপ পাবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ নিয়ে একটি নতুন মহাপরিকল্পনা প্রকাশ করেছেন।

এ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, আসির অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে স্থাপত্য তৈরি করা। যাতে এটা রাজ্যের প্রধান স্থাপনাগুলোর মর্যাদা লাভ করে।

প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন, উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে বিমানবন্দরের টার্মিনাল ৬৫ হাজার বর্গমিটারে উন্নীত করা। এটা ২০২৮ সালে সম্পন্ন করা সম্ভব। বর্তমানে এ বিমানবন্দরের আয়তন ১০ হাজার ৫০০ বর্গমিটার। নতুন পরিকল্পনায় যাত্রীদের বিরতিহীন যাতায়াতকে গুরুত্ব দেয়া হচ্ছে।

বর্তমানে বছরে ১৫ লাখ যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করে, এটাকে ১ কোটি ৩০ লাখে উন্নীত করা হবে। বছরে ৩০ হাজার ফ্লাইট ওঠানামা করে, সেটা বাড়িয়ে করা হবে ৯০ হাজার। ২০টি গেট ও ৪১টি চেক-ইন কাউন্টার স্থাপন করা হবে। এটা মূলত সৌদি ভিশন ২০৩০-এর অংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.