পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণকালে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ইউরোপীয় কমান্ড। খবর সিএনএন।

তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করা হয়েছে এক বিবৃতিতে। কী ধরনের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বা কতজন হতাহত হয়েছেন তা স্পষ্ট নয়।

ইউরোপীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সম্মান রক্ষার্থে এখন ওই দুর্ঘটনায় জড়িত কর্মীদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।

দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে ইউরোপীয় কমান্ড জোর দিয়ে বলেছে, ঘটনাটি অনুশীলনের সময় ঘটেছে। এর সঙ্গে গাজায় ইসরায়েলের লড়াই বা ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াইয়ের সঙ্গে সম্পর্ক নেই।

আরও বলা হয়েছে, নিশ্চিতভাবে বলতে পারি যে যুদ্ধবিমানটি সম্পূর্ণভাবে প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত। এতে কোনো শত্রুতামূলক কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়নি।

ইউরোপীয় কমান্ড বলেছে, পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আরও তথ্য সরবরাহ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.