এক প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক

সিলেটে এক প্রবাসীর ব্যাগ চুরির অভিযোগে আরেক প্রবাসীকে আটক করা হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব করাআমিরাত ফেরত যাত্রীর ব্যাগ চুরি হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক হয়।

গত শুক্রবার বিকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মৌলভীবাজারের রাজনগর থেকে তাকে আটক করে। আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে। ওইদিন সন্ধ্যায় তাকে নিয়ে ওসমানী বিমানবন্দরে প্রেস ব্রিফিং করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।

এপিবিএন জানায়, বুধবার সকালে আরব আমিরাতের শারজাহ শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার একটি ব্যাগ রাখার পর আর পাননি। পরদিন বৃহস্পতিবার তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবর ব্যাগ উদ্ধার বিষয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে। খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.