এয়ারবাস থেকে ৩২টি এবং বোয়িং থেকে ১০টি নতুন বিমান কিনতে যাচ্ছে জাপান।
গতকাল বৃহস্পতিবার আর্থিক বিবরণের বিস্তারিত উল্লেখ না করে জাপান এয়ারলাইন্স এ কথা জানিয়েছে।
পরিচালনা পর্ষদের বৈঠকের পর জাপান এয়ারলাইন্স (জেএএল) ঘোষণা করেছে, তারা এয়ারবাস থেকে মোট ২১টি এ৩৫০-৯০০ বিমান, ১১টি এ৩২১নিও বিমান এবং বোয়িং কোম্পানি থেকে ১০টি ৭৮৭-৯ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।
জাপান এয়ারলাইন্স বিমানের পুনর্নবীকরণ পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : বাসস