কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

কানাডার মন্ট্রিয়লে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা শুরু করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে একটি চার্চের হলরুমে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়।

প্রথম দিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট (এনভিআর) সহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়। রোববার (১৭ নভেম্বর) একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে।

অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।

হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।

কনস্যুলার সেবা নিতে আগতরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.