পাক-ভারত নিয়ন্ত্রণ রেখায় ১শ’ জঙ্গি অবস্থান করছে। তারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা করছেন বলে দাবি করেছে ভারত। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। খবর এনডিটিভির।
সূত্র জানিয়েছে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে জানানো হয়েছে, ১০০’র মত জঙ্গি নিয়ন্ত্রণ রেখার লঞ্চ প্যাডে অবস্থান করে ভারতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
দ্য এনএসএ জঙ্গিদের অতর্কিত হামলার পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্য দিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে ক্যাবিনেট কমিটির বৈঠকে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের সমন্বয়ে গঠিত ওই বিশেষ কমিটির বৈঠকে বলা হয়েছে, জঙ্গিদের বিষয়ে ভারতের তৎপরতার পর পাক সেনাবাহিনী জম্মু-কাশ্মিরে তাদের নিয়ন্ত্রণ রেখার লঞ্চ প্যাড নিরাপদ রাখার জন্য উঠে পড়ে লেগেছে। সূত্র জানিয়েছে, সীমান্তের কাছাকাছি বেশ কিছু লঞ্চ প্যাড চিহ্নিত করা হয়েছে। এসব লঞ্চ প্যাডেই জঙ্গিরা অবস্থান নিয়েছে।
গত মাসের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সেনাঘাঁটিতে হামলার ঘটনায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা শুরু হয়েছে। এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখায় দুিই দেশের সেনাবাহিনী তৎপর হয়ে উঠেছে।