কাশ্মিরে মর্টার শেল হামলায় তিন শিশু নিহত

india-pakistan20161120125635পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাদের মর্টার শেল হামলায় তিন শিশু নিহত হয়েছে। এক পাক কর্মকর্তা অভিযোগ করেছেন, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একটি গ্রামে মর্টার শেল হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। ওই হামলায় তিন শিশু নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রাজা আরিফ মেহমুদ এএফপিকে জানিয়েছেন, কোটলি জেলার একটি বাড়িতে ভারতীয় সেনাদের মর্টার শেল আঘাত করলে দুই কন্যা শিশু এবং একটি ছেলে শিশু নিহত হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, ওই শিশুদের বয়স ৫ থেকে ১০য়ের মধ্যে। এরা সবাই একই পরিবারের সদস্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.