‘আম্মা’র মৃত্যু শোকে নিহতের সংখ্যা বেড়ে ৪৭০

ammaভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতা ও মৃত্যুর পর এখন পর্যন্ত ৪৭০ জন মারা গেছেন বলে জানিয়েছে তার দল এআইডিএমকে।

রোববার সকালে দলের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।এর আগে এ ঘটনায় গত শুক্রবার ৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলো এআইডিএমকে।

বিবৃতিতে বলা হয়, ‘আম্মা’র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পর এ শোক সইতে না পেরে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় ৪৭০ জন মারা গেছেন। নিহতদের পরিবারের জন্য ৩ লাখ রুপি আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে শনিবার ২০৩ জন নিহতের তালিকা প্রকাশ করে এআইডিএমকে। নিহতরা রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলার বলে জানিয়েছে তারা। এরমধ্যে রয়েছে তিরুভান্নামালই, কাডালোর, কৃষ্ণগিরি, এরোড ও ত্রিপুর।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রত্যেক নিহতের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

গত ২২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এক সময়ের দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা জয়ললিতা। এরপর ৪ ডিসেম্বর হৃদরোগ জটিলতায় তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.