বিমানের তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

biman-bangladesh-airlines-vector-logoপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- প্রকৌশলী দেবেশ চৌধুরী (প্রডাকশন), এবিএম সিদ্দিক (কোয়ালিটি) ও বেলাল হোসেন (সিস্টেম এন্ড মেইনটেন্যান্স)। সোমবার রাতে বিমানের বোর্ড সাব-কমিটির বৈঠকে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদের কাছে জমা দেয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তিন প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ওই প্রতিবেদন বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। এ ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পাঁচ প্রকৌশলসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.