এয়ার মার্শাল ইনামুল বারী বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান

biman-chiefবিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ২০১৭ সালের জন্য ১৩ জনের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবারও চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি (অব.)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের অন্য পরিচালকরা হলেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান), বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারশন অ্যান্ড ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, বাংলাদেশ সেনাবাহিনীরcheief-biman ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক, ইমার্জিং রিসোর্সেস লি-এর নূর-ই-খোদা আব্দুল মবিন, ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দিক আহম্মেদ।

বিমানের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারী বুধবার সাংবাদিকদের বলেন, ২০১৭ সাল বিমানের জন্য একটি চ্যালেঞ্জিং বছর হবে। এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য অনেক চ্যালেঞ্জ নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে বিমানের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। এই ইমেজ পুনরুদ্ধারও হবে নতুন চ্যালেঞ্জ। তবে এই ইমেজ উদ্ধার করতে হবে।

বিমান পরিচালনা বোর্ড চেয়ারম্যান বলেন, আগামী হজ মৌসুমে বিমান পরিচালনা ও যাত্রী পরিবহনের মতো চ্যালেঞ্জও ২০১৭ সালে আমাদের অতিক্রম করতে হবে। এসব মাথায় এ নিয়ে আমরা কাজ করতে প্রস্তুত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.