আফগানিস্তানে সামরিক বিমানঘাঁটিতে বন্দুক হামলা

Afghanistan20170312135720আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ট প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। প্রদেশের পুলিশের মুখপাত্র ফায়জুল্লাহ গাইরাত জানিয়েছেন, তিন সন্ত্রাসী পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে এক সন্ত্রাসী। কাবুলে ন্যাটো বাহিনীর হেডকোয়ার্টারের তরফ থেকে ওই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গি গোষ্ঠী প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৫ ঘণ্টায় সন্ত্রাসবাদবিরোধী অভিযানে ৫১ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.