ভারতের আগ্রায় আইএসের প্রেমের সমাধী তাজমহলকে উড়িয়ে দেওয়ার হুমকির পরদিনই জোড়া বিস্ফোরেণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
১৮ মার্চ শনিবার সকালে আগ্রার তাজমহল থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে পরপর দু’টি বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫টার দিকে আগরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরার এক কলমিস্ত্রির বাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটেছিল। পড়ে পুলিশ এবং বম্ব স্কোয়াড ওই বাড়িতে তল্লাশি চলানোর সময় আরও একটি বিস্ফোরণ ঘটে স্টেশনের কাছে জঙ্গলের স্তুপে।
তাজমহল উ়ড়িয়ে দেওয়ার হুমকির সঙ্গে এই জোড়া বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে, শুক্রবার আগ্রার তাজমহলসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানোর হুমকি দেয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)।