মাত্র ১২ বছর বয়সে বাবা হলেন ভারতের এক নাবালক

1490427951ভারতের সর্বকনিষ্ঠ বাবার খেতাব পেয়েছে কেরালার এক নাবালক। বয়স মাত্র ১২। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৬-র নভেম্বরে তিরুঅনন্তপূরুম মেডিক্যাল কলেজে মেয়ের বাবা হয় ওই নাবালক। তবে মায়ের বয়স ১৭। এই ঘটনা সামনে আসতেই হৈ চৈ পড়ে যায়।

পুলিশের জেরার মুখে ওই কিশোরী স্বীকার করে নাবালক যুবক তাঁর আত্মীয় এবং সেই তার সন্তানের বাবা। এরপর ওই তিন জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। করা হয় ডিএনএ পরীক্ষা।

সম্প্রতি সেই রিপোর্টের ফল আসায় পুলিশ নিশ্চিত হয়েছে ওই নাবালকই সদ্যোজাত সন্তানের বাবা।

কোচির কলামেসারির সার্কেল ইন্সপেক্টর জয়কৃষ্ণান এস জানান, সন্তান প্রসবের জন্য ওই নাবালিকা হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপরেই পুরো বিষয়টি আলোচনায় চলে আসে। এলাকাজুড়ে শুরু হয় তোলপাড়।

শিশুদের উপর যৌন হেনস্থা প্রতিরোধক আইন ‘পিওসিএসও’ অনুযায়ী ওই নাবালক ও কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত জামিনে মুক্ত ওই বালক। দ্য হিন্দু, ইন্ডিয়া টাইমস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.