দুবাইয়ে কারাদণ্ড দেওয়া হল তিন যৌনকর্মীকে

dubai20170327152030দুবাইয়ের একটি ম্যাসেজ পার্লারে যৌনকর্মীর কাজ করায় তিনজনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তারা দুবাই শহরের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত। সেখানেই একটি ম্যাসেজ পার্লার পরিচালনা করত তারা।

গত বছরের অক্টোবরে দুবাই পুলিশের কাছে একটি ফোন আসে। একটি ফ্ল্যাটে চুরি হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন পর্যটক নারীকে দেখতে পান।

এদের মধ্যে দু’জন আলবেনিয়ান এবং একজন বুলগেরিয়ার নাগরিক। তারা সেখানে পার্লারের কাজের পরিবর্তে যৌনকর্মী হিসেবে কাজ করতেন।

তবে বুলগেরিয়ান নারী আদালতে বলেছেন, তিনি পার্লারে ম্যাসেজের কাজ করতেন। যৌনকর্মী হিসেবে তিনি কাজ করেননি।

ওই তিন নারীসহ আরো এক আলবেনিয়কে তাদের শাস্তি শেষে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে থেকে জানা গেছে ওই নারীরা যে ফ্ল্যাটে থাকতেন সেটি কোনো পার্লার ছিল না। বরং এটি তারা অন্য কাজে ব্যবহার করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.