বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত আলোচনায় অংশ নিতে ঢাকা সফরে আসা ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ চিঠি হস্তান্তর করেছেন। চিঠিতে আর্থসামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং যুক্তরাজ্যের পক্ষে সাইমন ম্যাকডোনাল্ড। বৈঠকের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে সরাসরি কার্গো ফ্লাইট পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি। এ ছাড়া আগামী জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে যুক্তরাজ্যের ভিসা প্রদানের অগ্রাধিকার সেবা চালুর কথাও জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি সম্পর্কে অবহিত করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। গত কয়েক বছরে বাংলাদেশের অব্যাহত আর্থসামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এতে বলা হয়, প্রথম কৌশলগত আলোচনায় স্থান পায় দুই দেশের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং চলমান বিশ্ব পরিস্থিতি। দু’পক্ষ অভিন্ন ভাষায় যুক্তরাজ্য এবং বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা জানায় এবং হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সন্ত্রাসবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য ও সহযোগিতার আহ্বানও জানানো হয়।
বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার কথা জানায়। নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়নে একটি কর্মপরিকল্পনা তৈরিতেও একমত হয় দু’পক্ষ। যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে পুনরায় সরাসরি কার্গো ফ্লাইট চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে নিয়মিত ‘কৌশলগত আলোচনা’ অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক সই হয়। পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং যুক্তরাজ্যের পক্ষে সাইমন ম্যাকডোনাল্ড সমঝোতা স্মারকে সই করেন।
সূত্রঃসমকাল