বিমানের পরিচালক আলী আহসান বাবুর বাবা ড. আজগর আর নেই

Babu Fatherবাংলাদেশ বিমানের পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আহসান বাবুর বাবা ডাঃ আলী আজগর আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ আলী আজগর। শুক্রবার রাত দেড়টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মুক্তিযোদ্ধা ডাঃ আলী আজগর দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং এন্ড সেলস্ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আহসান বাবু ও ডাক্তার হুমায়রা’র বাবা। শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবর স্থানে দাফন করা হয়েছে। সংগ্রামী বাবার বিদেহী আতœার মাগফেরাতের জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ আলী আহসান ও ডাক্তার হুমায়রা। জনাব আলী আজগরের মৃত্যুতে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুতে দেশের একমাত্র বিশেষায়িত নিউজ পোর্টাল এভিয়েশন নিউজবিডি.ডককম পরিবার গভীল শোও তার বিদেহী আÍার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.