সুইডেনের রাজধানী স্টকহোমের মধ্যাঞ্চলে গতকাল এক লরি হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। স্টকহোমের অন্যতম ব্যস্ততম সড়ক ড্রটনিংগাটাংয়ে (কুইন স্ট্রিট) গতকাল এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি, রয়টার্স।
জানা গেছে, স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ হামলার ঘটে। এ সময় জনাকীর্ণ সড়কে পথচারীদের গায়ের ওপর লরিটি তুলে দেয় হামলাকারী। এর পর একপর্যায়ে লরিটি স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের থামের ওপর আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীদের গায়ের ওপর দিয়ে লরিটি চালিয়ে এসে আহলেন্স সিটি নামের এক ডিপার্টমেন্টাল স্টোরের গায়ে ধাক্কা মারে হামলাকারী।
হামলার প্রতিক্রিয়ায় সুইডেনের সব সরকারি দপ্তর গতকাল দ্রুত বন্ধ করে দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে বলেন, ‘ঘটনার সময় ড্রটনিংগাটাংয়ে এক ট্রাফিক সিগন্যালে আমার গাড়িটি আটকা পড়ে। আচমকা চিত্কার-চেঁচামেচি শুনে আমরা লরিটিকে দেখতে পাই। একপর্যায়ে আহলেন্স সিটির পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায় লরিটি।’
তিনি আরো বলেন, লরিটি থেমে গেলেও এর হুডে তখন আগুন ধরে যায়। এটি থেমে যাওয়ার পর আমরা দেখতে পেলাম টায়ারের নিচে একজন পিষ্ট অবস্থায় পড়ে রয়েছেন। বেশ বীভত্স ছিল দৃশ্যটি। ’
ঘটনাস্থলে তিনটি মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন রেডিও সুইডেনের প্রতিবেদক মার্টিন সেভনিংসেন। তবে ঘটনাস্থলে ছড়ানো-ছিটানো অবস্থায় আরো মরদেহ পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। ঘটনাস্থলে কম্বলে মোড়ানো অবস্থায় বেশকিছু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন আরেক প্রত্যক্ষদর্শী।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভ্যান। তিনি বলেন, সুইডেন এখন আক্রান্ত। সার্বিক বিষয়াদি নির্দেশ করছে যে, এটি একটি সন্ত্রাসী হামলা। এ ঘটনায় একজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
সুইডিশ প্রধানমন্ত্রীর দপ্তর বা কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত এর বেশি বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনার সময়ে সুইডেনের পশ্চিমাঞ্চলে সফর করছিলেন সুইডিশ প্রধানমন্ত্রী। খবর পেয়ে দ্রুত রাজধানীতে ফিরে আসেন তিনি।
এদিকে স্থানীয় এক শুঁড়িখানা (মদের দোকান) হামলার ঘটনায় ব্যবহূত লরিটির মালিক বলে জানা গেছে। গতকাল দিনের শুরুতে এক রেস্টুরেন্ট ডেলিভারির সময় লরিটি চুরি হয়ে যায় বলে দাবি করেছে স্পেনড্রাপস নামের ওই শুঁড়িখানার কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনার সময়ে স্টকহোমের অন্য একটি অঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
দেশটির জাতীয় টেলিভিশন সংবাদমাধ্যম এসভিটিকে লেইফ আর্নমার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গোটা বিষয়টি বেশ গড়বড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই এতে বেশ হতবিহ্বল হয়ে পড়েছেন।
ইউরোপে সম্প্রতি জনাকীর্ণ সড়কে পথচারীদের ওপর যানবাহন তুলে দেয়ার মাধ্যমে হামলার ঘটনা বেশ নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ওয়েস্টমিনস্টার ব্রিজে গত ২২ মার্চ একইভাবে পথচারীদের গায়ের ওপর গাড়ি তুলে দিয়েছিল এক হামলাকারী। এ ঘটনায় ওই সময় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পার্লামেন্ট ভবনের সামনে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করে ওই হামলাকারী। শেষ পর্যন্ত পুলিশের গুলিতেই প্রাণ হারাতে হয় তাকে।
অন্যদিকে ফ্রান্সের নিস শহরে গত বছরের জুলাইয়ে বাস্তিল দিবস উদযাপনকালে একইভাবে জনসমাগমের ওপর ট্রাক চালিয়ে দিয়ে ৮৬ জনকে হত্যা করা হয়। ডিসেম্বরে বার্লিনের এক ক্রিসমাস বাজারে ট্রাক হামলার ঘটনায় প্রাণহানি ঘটে ১২ জনের।
আরও খবর