ভাড়ায় আনা বিমান তিনমাস ধরে পড়ে আছে রানওয়েতে

biman-sm20161214151905বিপুল অর্থ ব্যয় করে মিশর থেকে ভারা করে আনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি গত তিনমাস ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে রানওয়েতেই। ফ্লাইট পরিচালনায় গতি আনতে এই উড়োজাহাজটি ভাড়া করে বাংলাদেশ বিমান। এজন্য প্রতিদিনই আর্থিক ক্ষতি গুণতে হচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানটিকে।

গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিমানের উড়োজাহাজ দীর্ঘদিন ধরে ফ্লাইট পরিচালনা না করতে পারার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নি। পরে অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি সূত্রে জানা যায়, কমিটির সদস্য কামরুল আশরাফ খানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মো. আফতাব উদ্দিন সরকার ও রওশন আরা মান্নানকে সদস্য রাখা হয়েছে। সাব-কমিটিকে তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভাড়া বিমানের বিষয়ে কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান বলেন, একটি বিমান ভাড়া করে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ তিন মাস পড়ে আছে। প্রথমে ইঞ্জিনের সমস্যার কথা বলা হয়েছে। কিন্তু এখন তার সত্যতা পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তারা কারণ উদঘাটনের পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টি নিরুপণ করবে। সাব কমিটির প্রতিবেদন পাওয়ার পর এবিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে।

সূত্রঃ কালেরকন্ঠ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.