বিমানের কেবিন ক্রু নির্বাচনে ভোট প্রদান চলছে, শনিবার শেষ

cabibবাংলাদেশ বিমান কেবিন ক্রু এসোসিয়েশনের নির্বাচন ২০১৮ এর ভোট প্রদান শুরু হয়েছে বুধবার সকাল থেকে। আগামী শনিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট প্রদান। ব্যাপক উতসব মুখোর পরিবেশে দুই দিন ধরে চলছে এই ভোট প্রদান প্রক্রিয়া। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। সভপতি পদে নির্বাচন করছে দস্তগীর ও তাইমুর। ভাইস প্রেসিডেন্ট -১ পদে নির্বাচন করছেন আবীর ও নিশি। ভাইস প্রেসিডেন্ট-২ পদে আছেন তৌফিক ও নিপা। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ইউসুফ ও ওয়াসিক। জয়েন্ট জেনারেল সেক্রেটারি-১ পদে আছেন আনোয়ার ও ডিউক আর জয়েন্ট সেক্রেটারি-২ পদে আছেন বাবু, টিপু ও রেফাজ। অর্গানাইজিং সে্ক্রেটারি পদে লোটাস ও তপু। টেজারার পদে নির্বাচন করছেন খাজা ও নুর নবী। এক্সিকিউটিভ মেম্বার পদে আছেন হাসনা ও লিমা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.