আইরিশ পার্লামেন্টে গর্ভপাত আইন পাস

আইরিশ পার্লামেন্টে গর্ভপাত আইন পাস।

আয়ারল্যান্ডে গর্ভপাত আইনগতভাবে স্বীকৃতি পেতে চলেছে। ১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার আইরিশ পার্লামেন্টে এই আইন পাস হয়। আইনটি কার্যকর হতে শুধু দেশটির প্রেসিডেন্ট মিচেল ডি হিগিন্সের অনুমোদনের অপেক্ষা। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আয়ারল্যান্ডে ১৯৮৩ সালের এক আইন অনুযায়ী গর্ভপাত নিষিদ্ধ করা হয়। দেশটির সংবিধানে আনা অষ্টম সংশোধনীতে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চলতি বছরের মে মাসে ওই গর্ভপাত আইনের বিরুদ্ধে দেশটির জনগণ গর্জে উঠেছিলেন। দেশটির সংবিধান অনুসারে কোনো সংশোধনী গণভোটের মাধ্যমে সংশোধন করা হয়। আর সে কারণেই দেশটিতে আয়োজন করা হয় গণভোটের। নির্বাচনে ৬০ ভাগের বেশি ভোট গর্ভপাতের পক্ষে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই নতুন আইন পাস হলে গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারবেন নারীরা।মায়ের জীবনের ঝুঁকি থাকলে বা ভ্রূণ রক্ষা পাওয়ার সম্ভাবনা না থাকলেও গর্ভপাত করানো যাবে।
ব্রিটেনের সরকারের তথ্যমতে, প্রতিবছর আয়ারল্যান্ডের প্রায় তিন হাজার নারী গর্ভপাত করাতে ব্রিটেনে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.