বেলজিয়ামের প্রধানমন্ত্রী শালো মিশেল অভিবাসন নিয়ে বিতর্কে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দেশটির রাজা ফিলিপের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা রাজা সে সিদ্ধান্ত জানাবেন।
মরক্কোর মারাকেশ শহরে গত সপ্তাহে স্বাক্ষরিত জাতিসংঘের অভিবাসন চুক্তিতে বেলজিয়াম স্বাক্ষর করায় প্রতিবাদে ক্ষমতাসীন জোট ছাড়ে জাতীয়তাবাদী নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ)। খবর বিবিসির।
জাতিসংঘের ওই চুক্তিতে যোগ দেয়ায় বেলজিয়ামে অভিবাসন বাড়তে পারে বলে আশঙ্কা ডানপন্থী দলগুলোর।
চুক্তির বিরোধিতা করে এন-ভিএসহ দেশটির ফ্লেমিশ ডানপন্থী দলগুলো ব্রাসেলসে বিক্ষোভ মিছিল করার পর পদত্যাগপত্র পেশ করলেন প্রধানমন্ত্রী মিশেল।
ডানপন্থী একটি জোট গড়ার মধ্য দিয়ে ২০১৪ সালের অক্টোবরে ক্ষমতায় এসেছিলেন বর্তমানে ৪২ বছর বয়সী মিশেল।