মাশরাফির জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য নৌকা প্রতীকে ভোট চাইবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীসহ ভোটারদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা।

এ জন্য বুধবার সকাল থেকে নড়াইল-লোহাগড়ায় ব্যাপক মাইকিংসহ প্রচারণা চালানো হচ্ছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনের দলীয় নেতাকর্মীসহ ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার জন্য নৌকা প্রতীকে ভোট চাইবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের সময় নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাও ওই সময় উপস্থিত থেকে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতাকর্মীসহ ভোটারদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্যে, গত মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনে দলীয় নেতাকর্মীসহ ভোটারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে কথা বলার সব প্রস্তুতি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.