সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাজে ব্যাটিংয়ের কারণেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে পরাজিত বাংলাদেশ দল। ১-০তে পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে হারলেইও ট্রফি হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে জয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার বলেন, ‘আমরা একটা ম্যাচে পিছিয়ে আছি, চেষ্টা করব স্ট্রংলি কামব্যাক করার। সবশেষ ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা পিছিয়ে থেকে ভালোভাবে কামব্যাক করেছি। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, পরবর্তী ম্যাচে যেন সেগুলো না হয়, তাহলে ভালো হবে।’

সিলেটের উইকেট নিয়ে সৌম্য বলেন, ‘উইকেট তো ভালোই ছিল। আমরা হয়তো একটু তাড়াহুড়া করে ফেলেছি। উইকেট দ্রুত পড়ে যাওয়ায় আমাদের ধীর গতিতে ব্যাট করতে হয়েছে। আমরা যদি শুরুতে একটা উইকেট হারানোর পরও খেলায় ফিরতে পারতাম, তাহলে ছয় থেকে ১০টা ওভার আরেকটু ভালো রান আসতো। শেষের দশ ওভার উইকেট রেখে খেললে আরও ভালো রান হত।’

ক্যারিবীয়দের টেস্ট এবং ওয়ানডে সিরিজে পরাজিত করে ফর্মের তুঙ্গে ছিল বাংলাদেশ দল। বাড়তি আত্মবিশ্বাসের কারণেই হয়ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ধাক্কা খেল টাইগাররা। এ ব্যাপারে সৌম্য বলেন ‘না ওইরকম কিছু দেখি নাই। আত্মবিশ্বাস ছিল, তবে ওভার কনফিডেন্ট এমন কাউকে দেখি নাই।’

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে একাই লড়াই চালিয়ে যান সাকিব আল হাসান (৬১)। তার একার লড়াইয়ের পরও ১২৯ রানে অলআউট বাংলাদেশ।

এ নিয়ে জাতীয় দলের ওপেনার সৌম্য বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে যদি আমরা আরেকজন রান করতে পারতাম তাহলে ১২৯ এর জায়গায় ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্য রকম হতে পারতো। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকতো। তারপরও ওদের শাই হোপ অনেক আলো ব্যাট করছে। পাওয়ারপ্লেতে অনেক রান করেছে ওরা। আমরা যদি সেখানে ডট বল বাড়াতে পারতাম, তাহলে হয়তো খেলাটা আরও দূর যেত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.