অন্তহীন সমস্যার মধ্যেই শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। সূত্র বলছে, সভার মাধ্যমে বিমানের জটিল সব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষতার অভাবে নতুন দামি উড়োজাহাজ সমানে বিকল হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো সেক্টরেই সুফল মিলছে না। বিগত এবং চলতি বছর অপরিকল্পিত ব্যয় বাড়ানোর কারণে চরম আর্থিক সংকটে পড়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।
রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ফ্লাইট বিলম্ব হচ্ছে। টাকার অভাবে বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের মনিটরও সারাতে পারছে না কর্তৃপক্ষ। ড্রিমলাইনার দিয়ে লন্ডনে সপ্তাহে ছয়টি ফ্লাইট অপারেট করার ঘোষণা দিয়ে মাত্র তিন দিনের মাথায় তা বাতিল করা হয়।
এদিকে মিসর থেকে ভাড়ায় আনা দুটি উড়োজাহাজ ভিয়েতনাম বিমানবন্দরে এক বছর ধরে পড়ে আছে। টাকার অভাবে উড়োজাহাজ দুটি মেরামত করা যাচ্ছে না। দুটি উড়োজাহাজের পাঁচটি ইঞ্জিন ঠিক করতে কমপক্ষে ১০০ মিলিয়ন ডলার প্রয়োজন।
দুর্নীতি ও অব্যবস্থাপনায় চারটি ব্র্যান্ড নিউ বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ও দুটি ড্রিমলাইনার বহরে থাকলেও মিলছে না কোনো সুফল। এজন্য সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, এসব মৌলিক সমস্যার সমাধান না করেই হজের দুই মাসের সামান্য মুনাফার ভাগাভাগি চূড়ান্ত করে ফেলা হয়েছে। উচ্চ ও মধ্যম লেভেলের অফিসারদের লভ্যাংশ দেয়া হবে বলেও সার্কুলার জারি করা হয়েছে। এ ঘোষণায় অভ্যন্তরীণ চরম অসন্তোষ দানা বাধতে শুরু করেছে।
অন্তহীন সমস্যার মধ্যে বিমানের বার্ষিক সাধারণ সভা শুরু হচ্ছে-এমন প্রশ্রের জবাবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেন, ‘সভায় বিমানের বার্ষিক আয়-ব্যয়সহ সবধরনের হিসাবের প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা কর্মকাণ্ড ও পরিকল্পনা নিয়ে আলোচনা করব।’