এবার নওয়াজের ৭ বছরের কারাদণ্ড।
মাত্র ৬ মাস আগে ১০ বছরের কারাদণ্ডের পর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এবার আরেকটি মামলায় ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি আদালত এ কারাদণ্ড দিয়েছেন।
সোমবার দুই মামলার রায় হয়েছে। এর মধ্যে আল আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন তিনি।
এর আগে লন্ডনে কেনা বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে গত ৬ জুলাই তার ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
তবে ওই মামলার রায় উচ্চ আদালতে স্থগিত হয় এবং আপিলে চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করা হয়।
ওই মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সোমবার নওয়াজের বিরুদ্ধে অন্য মামলায় এ রায় ঘোষণা করা হলো।