ইটালিতে নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত নিখোঁজ

ইটালিতে নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত নিখোঁজ।

ইটালিতে নিযুক্ত নর্থ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং গিল নিখোঁজ হয়েছেন বলে সাউথ কোরিয়ার এক সংসদ সদস্য জানিয়েছেন।

সাউথ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সাংসদ কিম মিন-কি বলেন, রাষ্ট্রদূত জো’র মেয়াদ শেষ হয়েছে গত নভেম্বরে। তিনি কোনকিছু না জানিয়েই স্ত্রীসহ গত নভেম্বরেই রোমে অবস্থিত নর্থ কোরিয়ার দূতাবাস ত্যাগ করেছেন।
সাউথ কোরিয়ার সংবাদপত্র জুং আং ইলবোর বরাতে গার্ডিয়ান জানিয়েছে, জো পশ্চিমা একটি দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিকের বরাতে পত্রিকাটি জানায়, ইটালি সরকার ‘‘তাকে নিরাপদে রেখেছে’’। তবে পরবর্তীতে কী হবে সে বিষয়ে কোন ইঙ্গিত দেননি এই কূটনীতিক।

ইটালি সরকার বিবিসিকে জানিয়েছে, তারা নর্থ কোরিয়ার কোন কূটনীতিকের কাছ থেকে আশ্রয়ের কোন আবেদন পায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.