ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট চালুর উদ্যোগ

ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট চালুর উদ্যোগ।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর জোর প্রস্তুতি চলছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই ফ্লাইট চালুর উপযোগী করার জন্য বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত কাজের বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) বসানোর কাজ। রানওয়ে ওভারলে কাজেরও প্রস্তুতি চলছে। এছাড়া নতুন টার্মিনাল ভবনসহ প্রয়োজনীয় স্থাপনার কাজও খুব দ্রুতগতিতে শুরু করার উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন। এ সব কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন ও তদারকি করতে বুধবার দুপুরে জরুরী সিলেট ছুটে যান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম নাইম হাসান ও মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান। তারা দিনভর প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ করেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগেই এই বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ফ্লাইট অপারেট করার সর্বাত্মক প্রচেষ্টা চালুর তাগিদ দেন। আইএলএস বসানোর কাজ এরই মধ্যে সন্তোষজনক গতিতেই এগিয়ে চলছে বলে জানিয়েছেন এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.