সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি ও হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলি হামলা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করে বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

রোববার নেতানিয়াহু সরকারি সাপ্তাহিক আলোচনায় বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী কমপক্ষে একশ ইরানি ও হিজবুল্লাহর লক্ষবস্তুতে হামলা চালায়।

ইসরাইলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, শুধু গত ৩৬ ঘণ্টা দামেস্ক আর্ন্তজাতিক বিমানবন্দরে ইরানি অস্ত্রভাণ্ডারে হামলা করা হয়।

নেতানিয়াহু শুক্রবার দামেস্কে আক্রমণের বিষয়ে সরকারি আদেশ দেন।

এদিকে শুক্রবার সিরিয়ার সংবাদ সংস্থা (সানা) দাবি করে, ইসরাইলি বিমান হামলা সিরিয়ার সামরিক বাহিনী প্রতিহত করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.