নাসর নামে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তান সফলভাবে নাসর নামে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

বৃহস্পতিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য স্বল্প দৈর্ঘ্যের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পাক সেনাবহিনী।-খবর ডন

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এর উৎক্ষেপণ সেনাবাহিনীর কৌশলগত বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল। এর উদ্দেশ্য সেবাবাহিনীর কার্যকর দক্ষতা বাড়ানো।

খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেছেন এবং সফল পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.