পাকিস্তানে মন্দির ভাঙচুর, ইমরানের ক্ষোভ প্রকাশ

পাকিস্তানে মন্দির ভাঙচুর, ইমরানের ক্ষোভ প্রকাশ।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মন্দির ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে সিন্ধু সরকারকে বুধবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, দোষীদের দ্রুত চিহ্নিত করে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় তা নিশ্চিত করতে হবে।

সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার কুম্বে শহরে গত সপ্তাহে একটি হিন্দু মন্দিরে তাণ্ডব চালায় একদল উন্মত্ত জনতা। এতে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অযাচিত এই ঘটনা প্রধানমন্ত্রী ইমরানের কানে গেলে তিনি সিন্ধু সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তত্পর হয় সিন্ধু পুলিশ। মন্দির থেকে আঙুলের ছাপ নিয়েছেন ফিংগার প্রিন্ট বিশেষজ্ঞরা। ঘটনায় জড়িত সন্দেহে এর মধ্যেই তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.