এরদোগান বিরোধী ৩০০ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও প্রায় ৩০০ সেনা কর্মকর্তা গ্রেফতার হতে পারে। শুক্রবার ওই ঘটনায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইস্তাম্বুলের সরকারি কৌশুলির দফতরের বরাতে ডেইলি সাবাহ জানিয়েছে, ২৯৫ জন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরা সবাই ফেতহুল্লাহ গুলেনের অনুসারী।

২০১৬ সালের ১৫ জুলাই মধ্যরাতে এক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান চেষ্টা চালিয়েছিল কিছু সেনাসদস্য। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুর্কি নেতা ফেতহুল্লা গুলেনের অনুসারীরা ওই অভ্যুত্থান করতে চেয়েছিল বলে জানায় এরদোগান সরকার। ওই ঘটনায় জড়িত অনেক সেনা সদস্য ইতিমধ্যে আটক হয়েছে।

তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট এরদোগানের সরকার হটাতে একটি সামরিক অভ্যুত্থান হয়। কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে এরদোগানের আহ্বানে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসায় অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। এ অভ্যুত্থানের জন্য তুরস্কের সরকার যুক্তরাষ্ট্রের আশ্রয়ে থাকা ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.