ভারত ও পাকিস্তানকে উত্তেজনা পরিহার করে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘যথাযথ পদক্ষেপ’ নেয়ারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সীমান্তে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলা চালানোর পর এ আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার এক বিবৃতিতে বলেন, আমরা চাই- যে কোনোভাবেই হোক ভারত ও পাকিস্তান তাদের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশির সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন পম্পেও। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকেই আর কোনো হামলা না চালিয়ে সরাসরি আলোচনা করার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গি হামলা চালালে ৪৪ জওয়ান নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.